valobashar kobita bangla love poems

valobashar kobita bangla love poems


valobashar kobita bangla love poems,bhalobasar kobita,শ্রেষ্ঠ প্রেমের কবিতা,রোমান্টিক প্রেমের কবিতা,সকালের প্রেমের কবিতা,প্রথম প্রেমের কবিতা,বাংলা প্রেমের কবিতা,রোমান্টিক কবিতা সমগ্র,আধুনিক প্রেমের কবিতা,সেরা প্রেমের কবিতা,


ভালোবাসার সংজ্ঞা – রফিক আজাদ


ভালোবাসার সংজ্ঞা – রফিক আজাদ  ভালোবাসা মানে দুজনের পাগলামি,

 পরস্পরকে হৃদয়ের কাছে টানা:

 ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,

 বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি:

 ভালোবাসা মানে একে অপরের প্রতি

 খুব করে ঝুঁকে থাকা:

 ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা

 ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া:

 ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে

 অবিরল কথা বলা:

 ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও

 মুখোমুখি বসে থাকা।


  আজি ঝড়ের রাতে তোমার অভিসার – রবীন্দ্রনাথ ঠাকুর


 আজি ঝড়ের রাতে তোমার অভিসার – রবীন্দ্রনাথ ঠাকুর  আজি ঝড়ের রাতে তোমার অভিসার, 

 পরানসখা বন্ধু হে আমার।

 আকাশ কাঁদে হতাশ-সম,

 নাই যে ঘুম নয়নে মম,

 দুয়ার খুলি হে প্রিয়তম,

 চাই যে বারে বার।

 পরানসখা বন্ধু হে আমার।

 বাহিরে কিছু দেখিতে নাহি পাই,

 তোমার পথ কোথায় ভাবি তাই।

 সুদূর কোন্ নদীর পারে,

 গহন কোন্ অন্ধকারে

 হতেছ তুমি পার।

 পরানসখা বন্ধু হে আমার।


  প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে – রবীন্দ্রনাথ ঠাকুর


 প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে – রবীন্দ্রনাথ ঠাকুর  প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে 

 প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে

 তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া ।

 দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ

 মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ : 

 জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া ।

 চেতনা আমার কল্যাণ-রস-সরসে

 শতদল-সম ফুটিল পরম হরষে

 সব মধু তার চরণে তোমার ধরিয়া ।

 নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে

 উদার উষার উদয়-অরুণ কান্তি,

 অলস আঁখির আবরণ গেল সরিয়া ।


  হৃদয়ে প্রেমের দিন – জীবনানন্দ দাশ


 হৃদয়ে প্রেমের দিন – জীবনানন্দ দাশ  হৃদয়ে প্রেমের দিন কখন যে শেষ হয় — চিতা শুধু পড়ে থাকে তার, 

 আমরা জানি না তাহা: — মনে হয় জীবনে যা আছে আজো তাই শালিধান রূপশালি ধান তাহা… রূপ, প্রেম… এই ভাবি… খোসার মতন নষ্ট ম্লান

 একদিন তাহাদের অসারতা ধরা পড়ে, — যখন সবুজ অন্ধকার,

 নরম রাত্রির দেশ নদীর জলের গন্ধ কোন এক নবীনাগতার

 মুখখানা নিয়ে আসে — মনে হয় কোনোদিন পৃথিবীতে প্রেমের আহ্বান

 এমন গভীর করে পেয়েছি কি? প্রেম যে নক্ষত্র আর নক্ষত্রের গান,

 প্রাণ যে ব্যাকুল রাত্রি প্রান্তরের গাঢ় নীল অমাবস্যায় –

 চলে যায় আকাশের সেই দূর নক্ষত্রের লাল নীল শিখার সন্ধানে,

 প্রাণ যে আঁধার রাত্রি আমার এ, — আর তুমি স্বাতীর মতন

 রূপের বিচিত্র বাতি নিয়ে এলে, — তাই প্রেম ধুলায় কাঁটায় যেইখানে

 মৃত হয়ে পড়ে ছিল পৃথিবীর শূণ্য পথে সে গভীর শিহরণ,

 তুমি সখী, ডুবে যাবে মুহূর্তেই রোমহর্ষে — অনিবার অরুণের ম্লানে

 জানি আমি: প্রেম যে তবুও প্রেম: স্বপ্ন নিয়ে বেঁচে রবে, বাঁচিতে সে জানে।


munjatপ্রিয় পাঠকগণ। আসা করি কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। তাই আপনাদের কাছে আমার বিশেষ একটি অনুরোধ। পেজটি তে একটা লাইক দিবেন।  তার সাথে বন্ধুদের অবশ্যই শেয়ার করে। তাদেরকেও পড়ার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সুস্থে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।


NEXT PAGE


 

50% LikesVS
50% Dislikes