valobashar kobita bangla font
premer kobita bangla pic,valobashar kobita bangla language,premer kobita bangla pdf,valobashar kobita bengali pic,valobashar romantic kobita bangla,valobashar kobita bangla font,শ্রেষ্ঠ প্রেমের কবিতা,জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ প্রেমের কবিতা,শ্রেষ্ঠ প্রেমের কবিতা pdf,পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের কবিতা,এই শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের কবিতা pdf,রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ প্রেমের কবিতা,
উদ্যত
তাহমিনা তানি
শুধু একবার ভালোবেসে দেখো,
তোমার নিঃশ্বাসের উষ্ণতার কাছে সঁপে দেবো-
আমার হাজার বছরের নির্ঘুম শীতল রাত ।
শুধু একবার ভালোবেসে দেখো,
তোমার দৃষ্টির তৃষ্ণার্ত মায়ার কাছে রেখে দেবো-
আমার জ্যোৎস্না বিলাসী রাতের পূর্ণিমা চাঁদ ।
শুধু একবার ভালোবেসে দেখো,
তোমার কন্ঠের মাদকতার কাছে বিলিয়ে দেবো-
আমার নৈঃশব্দের সবটুকু প্রহর ।
শুধু একবার ভালোবেসে দেখো,
তোমার কার্ণিশের বিন্দু বিন্দু শিশিরের কাছে চেয়ে নেবো-
তোমার হাসির টুপটাপ শব্দের নহর ।
শুধু একবার ভালোবেসে দেখো,
তোমার আঙ্গুলের খেয়ালী ক্যানভাসের কাছে-
হাত পেতে চেয়ে নেবো কলঙ্কের অহঙ্কার ।
শুধু একবার ভালোবেসে দেখো,
তোমার অধরপল্লবের প্রতিটি কোলাজে লুন্ঠিত হবো-
অন্তস্তলে অজানা শিহরণে অগণিতবার ।
শুধু একবার ভালোবেসে দেখো,
তোমার হৃদপিন্ডের বদ্ধ গহ্বরে একাকার হয়ে-
ধ্বনিত হব আমি তোমার স্পন্দনে ।
শুধু একবার ভালোবেসে দেখো,
আমায় মনে পড়লেই আমি ছুটে যাবো-
তোমার নিবিড় মায়ার বন্ধনে ।
অতলান্ত
তাহমিনা তানি
কার শহরে শব্দ কুড়াও, কার পাঁজরে ফুটাও ঘাসের ফুল?
কার আকাশের গুমোট মেঘে বজ্র হেনে ঘটাও হুলুস্থুল ?
কোন কাজলে তন্দ্রা কাটে, কোন নয়নে স্বপ্ন করো খোঁজ?
কোন বুকে মাথা রেখে এখন তুমি ক্লান্তি ঘোঁচাও রোজ?
কে সে তোমার খেয়ালী মনের কবিতা হয়ে বাঁচে?
ছন্নছাড়া তুমিটাকে আমার মতই খুবটি ভালোবাসে?
সেও কি এমন ভেঙ্গেচুড়ে বাসে তোমায় এক পৃথিবী ভালো?
তার বুকেও কি যত্ন করে আশার প্রদীপ খুব যতনে জ্বালো?
আজও কি রাত গভীরে বুকের ওমে চুপটি করে থাকো?
আজও কি জ্বরের ঘোরে ভুল করে সেই প্রিয় নামেই ডাকো?
কার কথা মনে করে রোজ ভুল হয়ে যায় পুরোনো অভ্যেস?
তার থেকে কি পালাতে গিয়ে ধরো তুমি নিপুন ছদ্মবেশ?
তারও কি খুব কষ্ট হলে খুব আদরে দাও তুমি বুক পেতে?
সেও কি ‘আমার পাগল’ বলে ঝাঁপিয়ে পড়ে তোমার মায়ার স্রোতে?
না দেখার ব্যাকুলতায় সেও কি ফেরার পথটি চেয়ে রয়?
অপেক্ষাদের প্রহর শেষে নিয়ম করে তার মায়ায় কি পুড়তে ইচ্ছে হয়?
কার নদীতে ভাসাও তরী, কার নেশাতে বিভোর থাকো তুমি?
কার নয়নে নয়ন রেখে আঁকতে থাকো গোধূলির বেলাভূমি?
তুমি এখন ভালোই থাকো মায়ায় বাঁচো এটাই পরম পাওয়া,
একজীবনে নাহোক পূরণ সবার সকল গোপন রাখা চাওয়া।
আজও কেউ একলা কাঁদে, একলা বাঁচে নাওনি কোন খোঁজ!
অতীত স্মৃতি আঁকড়ে ধরে চুপটি করে কষ্ট লুকায় রোজ!
মনফাগুনে
তাহমিনা তানি
ফাগুন মাসের আগুন প্রলেপ দিলাম তোমার বুকে,
কৃষ্ণচূড়ার পরশ লাগুক মাতাল প্রেমের সুখে।
শিমুল বনে বান ডেকেছে রক্ত রাঙা ফুল,
মধুকন্ঠী কোকিলও আজ আনন্দে মশগুল।
নতুন প্রাণে ঘোর লেগেছে আম কাঁঠালের বনে,
ক্ষেপা হাওয়ার ঢেউ উঠেছে নীলিমার অঞ্জনে।
সুখ পাখিটার ঘোর লেগেছে বাধ ভেঙেছে মনে,
কচি পাতায় রঙ লেগেছে ব্যথার অনুরণে।
বাউল মনের চঞ্চলতায় উথলে উঠে প্রাণ,
বিভোর সুরের আবেশ ছড়ায় নবযৌবনের গান।
এমন বুঝি হওয়ার ছিলো,এমন বুঝি হয়!
প্রেম ফাগুনের আবেশ যেন মনের কথা কয়।
- Valobasar Kobita
- Valobashar Romantic Kobita Bangla
- Bangla Jokes Sms 2020
- Bangla Boltu Jokes SMS
- Very Funny Bangla Jokes SMS
- Best Friend Bangla Facebook Status
- Bangla Status Best
- Bangla Koster Status Pic
- Quotes On Life 2 Line
- Best Text Quotes About Life