funny jokes on bengali

funny jokes on Bengali


funny jokes on Bengali, Bangla funny jokes facebook, Bengali funny jokes picture for Facebook, Bangla funny jokes image, Bengali funny jokes in English, Bangla funny jokes youtube, Bangla funny jokes for adults,


প্রশ্ন: উত্তর: জোকস 

 

প্রশ্ন: কোন প্রশ্নের উত্তরে কখনো ‘হ্যাঁ’ বলা যায় না?

 

উত্তর: তুমি কী ঘুমাচ্ছ?

 

 

চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে সরদারজি মনে মনে কী ভাবেন?

 

উত্তর: ইশ্! আজকে আবার আছাড় খেতে হবে!

 

 

শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়?

 

উত্তর: সহজ! দুই লাখ টাকা বিনিয়োগ করুন!

 

 

যদি আপনার এক হাতে তিনটি আপেল, দুটি কমলা এবং অন্য হাতে দুটি নাশপাতি, চারটি কমলা থাকে, আপনার কী আছে?

 

উত্তর: অনেক বড় হাত।

 

 

সরদারজিকে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত রাখা যায়?

 

উত্তর: সরদারজিকে একটি কাগজ দিন। যার উভয় দিকে লেখা আছে, ‘অপর পৃষ্ঠায় দেখুন!

 

 

আটজন শক্ত-সামর্থ্য মানুষের একটি ১০ ফুট উঁচু দেয়াল তৈরি করতে সময় লাগল চার ঘণ্টা। তাহলে চারজন শুকনা-পটকা মানুষের ওই দেয়াল তৈরি করতে কত সময় লাগবে?

 

উত্তর: কোনো সময়ই লাগবে না! কারণ, আটজন শক্ত-সামর্থ্য মানুষ ইতিমধ্যেই দেয়াল তৈরি করে ফেলেছে।

 

 

কোন প্রশ্নটির উত্তর অধিকাংশ তরুণীই দিতে পারেন না?

 

উত্তর: এক্সকিউজ মি, আপনার ফোন নম্বরটা কত?

 

 

কীভাবে একটা মানুষ ১০ দিন না ঘুমিয়ে থাকতে পারে?

 

উত্তর: রাতে ঘুমাবে!

 

 

শীতপ্রধান দেশের পাখিরা শীতকালে দক্ষিণে উড়ে যায় কেন?

 

উত্তর: হেঁটে গেলে বহুদিন লাগবে বলে।

 

 

বাসায় ফ্রিজ না থাকলে মাছ-মাংস কোথায় রাখা উচিত?

 

উত্তর: উত্তর মেরুতে গিয়ে রেখে আসুন। দরকার পড়লেই নিয়ে আসবেন।

 

 

মানুষের বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ হয় কেন?

 

উত্তর: মশারা যাতে বিভিন্ন ফ্লেভারের স্বাদ গ্রহণ করতে পারে।

 

 

ব্রেকফাস্টের আগে কোন জিনিসটা এই জীবনে আমরা কখনোই খেতে পারব না?

 

উত্তর: লাঞ্চ আর সাপার।

 

 

ও এত কালো কেন?

 

উত্তর: লোডশেডিঙের সময় ওর জন্ম হয়েছিল।

 

 

কোন জোক শুনে কেউ হাসে না ?

 

উত্তর: যেই জোক-এর উপর একটা চন্দ্রবিন্দু আছে।

 

 

মানুষ রাতে কেন বিছানায় যায়?

 

উত্তর: কারন রাতে বিছানা তার কাছে আসে না।

 

 

কখন দুই যোগ দুই এগার হয় ?

 

উত্তর: যখন ক্যালকুলেটরে ব্যাটারি ডাউন থাকে।

 

 

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত মানুষ কোথায় থাকে বল তো ?

 

উত্তর: হাঙ্গেরিতে।

 

কোন খানা খাওয়া যায়না?

উঃ কারখানা

 

 

➢ কোন বরের বিয়ে হয়না?

উঃ খবরের

 

 

➢ কোন তাল খাওয়া যায়না?

উঃ হরতাল

 

 

➢ যে পানি খাওয়া যায় না?

উঃ হ্যাপানি

 

 

➢ যে লেজ কোন পশুর নয় তা?

উঃ কলেজ

 

 

➢ যে ডিম আজ পর্যন্ত দেখা যায়না?

উঃ ঘোড়ার ডিম

 

 

➢ যে জেল মাথায় দেওয়া যায়না?

উঃ ডিজেল

 

 

➢ যে হাতি পশু নয়?

উঃ বাহাতি

 

 

➢ যে ঝিলে শাপলা নাই?

উঃ হাতিরঝিল

 

 

➢ কোনবার বার নয়?

উঃ হাটবার

 

 

➢ কোন চুরি হাতে দেয়না?

উঃ খিচুরি

 

 

➢ কোন নারি নারি নয়?

উঃ ডিকশোনারি

 

 

➢ কোন দেশ খাওয়া যায়?

উঃ সন্দেশ

 

 

➢ কোন লাউ লাউ নয়?

উঃ পোলাউ

 

 

➢ কোন হাস পানিতে ভাসেনা?

উঃ ইতিহাস

 

 

➢ কোন সাগরে পানি নাই?

উঃ বিদ্যাসাগর

 

 

➢ কোন বিলে পানি নেই?

উঃ টেবিল

 

 

➢ কোন মাশি উড়তে পারে না?

উঃ ঘামাসি

 

 

➢ কোনটি Book বই নয়?

উঃ ফেসবুক।


Leave a Comment