Bengali Niti kotha image
Bengali Niti kotha image,jibe prem kore jei jon in bengali,apj abdul
kalam bani in bengali,swami vivekananda bani in english,ramkrishna
bani in bengali,samijir bani,nouka quotes in bengali,obohela bangla
quotes,mahadev quotes in bengali,bengali quotes on
smile,rabindranath romantic lines in bengali,bengali quotes in
english,bengali quotes download,

Bengali Niti kotha image
*** ”জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে। সব সময় খেয়াল রাখা উচিৎ। যতটা
সম্ভব নিজের কাজ নিজেই করুন। অন্যের ভরসায়। নিজের কাজ ফেলে রাখা
মানে। নিজের জীবনে। দুঃখ,কষ্ট,আর যন্ত্রণাকে ডেকে আনা….আপনার অভ্যেসটাই
একদিন আপনাকে।
উপরে বা নিচে ঠেলবে।যা করার ইচ্ছে। …ফোটা ফোট বুঝে সুঝে শুরু করে ফেলুন।
কোনো কাজ শুরু করার জন্য।অন্য লোকের কোথায় দিন তারিখ খুঁজে বেড়াবেন
না। আপনি কি আপনি কে। আপনার থেকে আপনাকে আর কেউ চেনে বা
জানেনা। আপনি যা করতে চাইছেন।
সেই লক্ষটাকে পূরণ করার জন্য।আপনার কি কি প্ৰয়োজন, তা আপনি ভালো
করেই জানেন। তাই যা করতে চান , তা নিয়ে ভালো করে গবেষণা করুন। পরামর্শের
দরকার থাকলে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন। আপনি যা করতে চলেছেন।তার
জন্য আপনি ঠিক কতখানি তৈরী।
-আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন।

Bengali quotes download
*** “সফল মানুষেরা।জীবনে কিছু করার আগে,সেই বিষয়ে গোপনে। বছরের পর
বছর। খুব ভালো ভাবে গবেষণা করেছে।তার পরেই তারা সেই কাজটাকে সফল
করেছে।তাই কোনো কিছু করার জন্য, বেশি তাড়াহুড়ো করবেন না। বুঝে সুঝে চিন্তা
ভাবনা করেই।
তবে কোনো কাজ শুরু করা উচিৎ।জীবনে কিছু করার মতো মনো ইচ্ছে যদি থাকে।
তাহলে আপনাকে আপনার ধৈয্যের সীমানাটা খুব শক্ত করতে হবে। মানুষের
দেখানো তাড়াহুড়ো করে কোনো কাজ করতে নেই। তাতে নিজের ক্ষতির আসংক্ষা
খুব বেশি থাকে।
আপনি পারবেন না হয়তো পৃথিবীতে এমন কোনো কাজ নেই। কিন্তু,আপনি যাই
করতে চাননা কেন….সেই বিষয়ে আপনার তৈরীটা খুব মজবুত হতে হবে….

jibe prem kore Jei Jon in Bengali
*** “জীবনে কিছু করার ইচ্ছে যদি মনের মধ্যে থাকে।যদি মনে করেন আমিও
আমার এই জীবনে কিছু করে যেতে চাই….তাহলে প্রথমে আপনি আপনাকে খুব
ভালো করে জানুন বা বুঝুন। আপনি নিজেই আপনাকে প্রশ্ন করুন। আপনি কে ,
এবং আপনি ঠিক কি কি করতে পারেন।
আপনার মনে যা যা করার ইচ্ছে বা চাহিদা আছে। খাতা কলম নিয়ে খুব তারা তারই
লিস্ট করে ফেলুন।মনে রাখবেন পরিকল্পনা ছাড়া সফল ভাবে কোনো কিছুই করা
সম্ভব নয়…..মানুষের কোথায় নিজেকে দুর্বল করবেন না । আমি এই কাজটা করবো।
…..লোকে কি বলবে।
এই প্রশ্ন যদি বার বার আপনার মনে ঘুর পাক খায়। তাহলে আপনি ধরে নিন আপনি
আপনার জীবনে কোনো কিছুই করতে পারবেন না। যেকোনো কাজ ছোট বা বোরো
হয়না। কাজ শুধু কাজ হয়….মহা পুরুষেরা মানুষের কোনো কোথায় কোনো রকম
নিজের মন কে ছোট করেননি।
তারা শুধুই নিজের লক্ষের দিকে জীবনের সব কিছু বিসর্জন করেছেন। তাই তাদের
আজ এই মহা পৃথিবীতে এতো নাম ডাক।

Nauka quotes in Bengali
*** “যেত আর পাগলামি না থাকলে। এই পৃথিবীতে অসম্ভব কোনো কিছু করা।
কখনোই সম্ভব হয় না। মানুষ মরে গেলে তাকে বেশি দিন কেউ মনে রাখতে
পারেনা। কিন্তু,তার করে যাওয়া কিছু কাজ। সারাটা বিশ্ব জুড়ে জন্ম জন্ম ধরে।
স্মরণীয় হয়ে থাকে মানুষের অন্তরে মনের গভীরে।
হেলায় সময়কে নষ্ট করবেন না। এই,,,,,, সময়….. আমাদের জীবনের সব থেকে
মূল্যবান জিনিস। এই সময় কে। যদি আমরা জীবনে সঠিক ভাবে কাজে লাগাতে না
পারি। তাহলে আমাদের জন্মটাই বের্থ। নিজেকে চিনুন নিজেকে জানুন। আপনার
জীবনে এর থেকে আর বোরো কোনো কাজ নেই।
